নারায়ণগঞ্জে ডিসির নাম ব্যবহার করে প্রতারণা,


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে ডিসির নাম ব্যবহার করে প্রতারণা,

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নাম ও ছবি ব্যবহার করে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম মঙ্গলবার (৪ ন‌ভেম্বর) ফতুল্লা মডেল থানায় এ বিষয়ে একটি এজাহার দায়ের করেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল নম্বর ০১৩৪০৯৬৪৮১৫ থেকে ডিসি নারায়ণগঞ্জের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রুকলারে বিভিন্ন লোকজনকে চাকরি দেওয়ার কথা বলে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা নিচ্ছে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)–এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনস্পেক্টর মো. এনায়েত হোসাইনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
ওই দিন রাত ৯টা ৫ মিনিটে ডিবি পুলিশের দল ফতুল্লার খানপুর এলাকা থেকে প্রতারক মো. রিয়াজ হোসেন (৩৭)-কে গ্রেপ্তার করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ডুবের দিয়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে প্রতারণার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।