বন্দরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ একজন আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ২:৩০ অপরাহ্ন / ১০০০
বন্দরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ একজন আটক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর সুইপার কলোনীতে যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাত ১১ টায় সেনাবাহিনীর নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম টিটু লাল (৫০)। তিনি ওই কলোনির বাসিন্দা শুক্কুর লালের ছেলে।

নারায়ণগঞ্জের বন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) টিপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল সুইপার কলোনীতে অভিযান চালায়। এ সময় টিটু লালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় তল্লাশি চালিয়ে ইয়াবা, দেশীয় মদ, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা, বেশ কিছু মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, টিটু লাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।