
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে এসি আই সল্ট লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রূপগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন দাখিল করেন। পরবর্তীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর ৭(৩) ধারা লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(২) ধারায় মুড়াপাড়া এলাকায় অবস্থিত এসি আই সল্ট লিমিটেড থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :