
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার হত্যা মামলার আসামি আকিল উদ্দিনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার(২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাইরে থেকে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.আশিকুর রহমান আকিল উদ্দিনকে আটক করতে সক্ষম হয়। আকিল উদ্দিনের বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
আকিলউদ্দিনকে আটকের সময় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ভূইয়া মেম্বার পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
একটি সুতে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ মেম্বারকে ইয়াসিন হত্যা মামলায় ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
পরিষদের কাজ সুষ্ঠুভাবে চলে এ নিয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ সহ কয়েকজন মেম্বার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠক করেন।
বৈঠক শেষ করে উপজেলা নির্বাহী অফিসে গেলে পুলিশ আওয়ামী লীগের ডেবিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার হত্যা মামলার আসামি আকিল উদ্দিন কে গ্রেফতার করে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন, আমি একটি মিটিং এ ছিলাম তবে কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করেছে। আমি বিস্তারিত জেনে আপনাদের জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :