বন্দরে ভাঙ্গারী ব্যবসায়ী সর্বস্ব লুট করে নিল দুর্বৃত্তরা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৯:০১ অপরাহ্ন / ১০০০
বন্দরে ভাঙ্গারী ব্যবসায়ী সর্বস্ব লুট করে নিল দুর্বৃত্তরা

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে ভাঙ্গারী মালামাল বিক্রয় করার কথা বলে ভাঙ্গারী বিক্রেতা জুয়েল (২৮)কে নির্জন স্থানে ডেকে নিয়ে বেদম ভাবে পিটিয়ে নগদ টাকা, ভেনগাড়ী ও একটি এনড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত ভাঙ্গারী ব্যবসায়ীকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী পক্ষে শরিফ মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে
৯টায় বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ঢাকেরশ্বরী ঈদগাহ সামনে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে, আহত ভাঙ্গারী ব্যবসায়ী জুয়েল দীর্ঘ দিন ধরে ভাঙ্গারী মালামাল ক্রয় করে সোনারগাঁ থানার কাঁচপুরস্থ চাঁদ মহল সিনেমা হলের পাশে শরিফ মিয়া দোকানে বিক্রি করে আসছিল। প্রতিদিনের ন্যায় রোববার সকাল সাড়ে ৯টায় ভাঙ্গারী ব্যবসায়ী জুয়েল ভাঙ্গারী মালামাল ক্রয় করার উদ্দেশ্য বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ঢাকেরশ্বরী ঈদগাহ সামনে আসে। পরে ৪/৫ দুঃস্কৃতিকারি ভাঙ্গারী মালামাল বিক্রি করার কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে বেদম ভাবে পিটিয়ে ও ছুরিকাঘাত করে মালামাল ক্রয়ের নগদ ৯ হাজার টাকা, ১টি ব্যাটারী চালিত ভেনগাড়ী ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে আহতকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে করে।