বন্দরে ফ্রী ভ্যাক্সিন প্রদানের মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৩:০৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে ফ্রী ভ্যাক্সিন প্রদানের মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

“জলাতঙ্ক নির্মূলে,কাজ করি সবাই মিলে” প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ বন্দরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিভিন্ন প্রাণীকে বিনামুল্যে ভ্যাক্সিন দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান।এসময় অন্যাদের মধ্যে ভেটেরিনারি সার্জন ডা.তাহমিদ হাসান ইমতিয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ডা.সরকার আশ্রাফুল ইসলাম জানান,আজ প্রথম পর্যায়ে ১০০ পোষা প্রাণি( কুকুর/ বিড়াল) কে বিনামূল্য ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে।পরবর্তীতে আরো ১০০ টি পোষা প্রাণিকে এই ভ্যাক্সিন প্রদান করা হবে।আগামী ইং ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন
এর আয়েজন চলবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, যেকোন পোষা প্রাণীকে জলাতঙ্ক রোগ থেকে বাচাতে ভ্যাক্সিনেশনর আওতায় আনা খুবই গুরুত্বপূর্ণ।এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ফ্রী ভ্যাক্সিনেশন সহ নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মুলে কাজ করে যাচ্ছে সরকার।