সিদ্ধিরগঞ্জে মাদ্রাসায় শিশু বলাৎকার, অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ১:১৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসায় শিশু বলাৎকার, অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

সিদ্ধিরগঞ্জে একটি মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকসহ মাদরাসার প্রিন্সিপালকে গণপিটুনি দেন।

বুধবার (৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ি ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে মাদরাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭) ওই ১০ বছর বয়সী ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে শিশুটি ঘটনাটি মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেন এবং শিশুটিকে চুপ থাকতেও ভয় দেখান।

এ অবস্থায় বুধবার রাতে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে তারা ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপাল মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “অভিযুক্ত শিক্ষককে আমরা আটক করেছি। ভুক্তভোগী ছাত্র ও তার মায়ের সঙ্গে কথা বলা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।