আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোফাজ্জলের ছেলে মোহাম্মদ সকালে বাড়ির পেছনে ভাইদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জাল ফেলে খোঁজার সময় দুপুর ১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রত্যাশিত এ মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।