বন্দরে ১৮’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে ১৮’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১,৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ) বিকেলে বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) শরিফুল হাসান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ ওভারব্রিজের নিচে স্টিলের পিলারের পাশে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের নাম-পরিচয় প্রকাশ করে মোঃ জাহাঙ্গীর আলম (৫৮), পিতা হাজী মোঃ আলী নোয়াজ, সাং- নোয়াপাড়া, পোঃ বালুচর, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা। মোঃ রফিক (৩৮), পিতা রাজা মিয়া, সাং- কসাইপাড়া, আজিবপুর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

তল্লাশিতে জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন, এবং রফিকের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব মাদক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার (১৩ অক্টোবর) তাদের আদালতে প্রেরণ করা হয়।