বন্দরের মদনপুর ড. আফজল হোসেন স্কুল এন্ড কলেজের শির্ক্ষাথী অপহরন!


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১০:২১ অপরাহ্ন / ১০০০
বন্দরের মদনপুর ড. আফজল হোসেন স্কুল এন্ড কলেজের শির্ক্ষাথী অপহরন!

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
স্কুল পড়ুয়া মিরা (১৪)কে অপহরণের অভিযোগ উঠেছে বখাটে মহানগর সেচ্ছাসেবকদলের সদস্য মারুফ আপেলের বিরুদ্ধে। নাসিক ২৭ নং ওর্য়াড ছাত্রদলের সভাপতি মারুফ আপেলের রয়েছে একাধিক গ্রুপ। রাজনীতির সাইনবোর্ড ব্যবহার করে ধরাকে সরা ঞ্জান করে সকল কিছু যেন মারুফ আপেলের। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। বন্দরের মদনপুর ফুলহরস্থ ড. আফজল হোসেন স্কুল এন্ড কলেজের শির্ক্ষাথীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে বলে তার পিতা মোহাম্মদ আলী জানান। ঘটনাটি ১৪ অক্টোবর বিকেলে মদনপুর ফুলহর এলাকায় ঘটেছে। মিরা (১৪) ড. আফজল হোসেন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শির্ক্ষাথী। বখাটে মারুফ আপেল ফুলহর এলাকার হোটেল মেছিয়ার আসাবুদ্দিনের ছেলে। স্কুল পড়ুয়া মেয়ে মিরার মত অসংখ্য শির্ক্ষাথীকে সকালে ও বিকেলে বখাটে মারুফ আপেলের মত একাধিক গ্রুপ ইভটিজিং করে বলে বিভিন্ন দোকানদার জানিয়েছে। বিকালে স্কুল ছুটি হওয়ার পর নানা সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্তের অভিযুক্ত মারুফ আপেল বিএনপির নাম ভাঙ্গিয়ে স্কুলের শির্ক্ষাথীদের প্রকাশ্য ইভটিজিং করলেও কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। অবশেষে ১৪ অক্টোবর বিকেলে নবম শ্রেণির শিক্ষার্থী মিরাকে অপহরণ করে নিয়ে গেছে মারুফ আপেল।
এ বিষয়ে স্কুলের প্রিন্সিপালের নাম্বারে একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায়নি।