
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল বাতেন মিয়া আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার পিতা।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসান মিয়ার সঙ্গে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহে এ বিরোধ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে শাহজাহান মিয়ার ভাই আজিজুল হক ও তাদের পিতা আব্দুল বাতেন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন মিয়া মারা যান। তার ছেলে আজিজুল হকের অবস্থাও আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :