লিংক রোডে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আ‌রোহী নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৯:২৭ অপরাহ্ন / ১০০০
লিংক রোডে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আ‌রোহী নিহত

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কায় শাহাজাদা আল ইমরান (৫৫) নামে ঢাকা ওয়াসার এক ফোরম্যান নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে দেলপাড়া এলাকায় এসবি গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজাদা আল ইমরান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর হোসাইনি নগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহাজাদা আল ইমরান মোটরসাইকেল চালিয়ে চাষাঢ়ার দিকে আস‌ছি‌লেন। পথে পিছন দিক থেকে দ্রুতগামী বিআরটিসির একটি দোতলা বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসচালক গাড়ি না থামিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
ফতুল্লা থানা পুলিশের ইনস্পেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী বাসচালককে শনাক্তের চেষ্টা চলছে।