
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমান আদালত রয়েল টোবাকো কোম্পানিকে সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগে মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং ১ মাসের কারাদন্ড কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলে রয়েল টোবাকো কোম্পানিতে এই অভিযান চালানো হয়। অভিযানে রয়্যাল টোবাকো লিমিটেড বিপুল পরিমাণ সিগারেটের শলাকা ও ভ্যাট ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাজার এলাকায় রয়েল টোবাকো কোম্পানি রয়েল টোবাকো সিগারেট তৈরি করে উক্ত সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো হয়। যা পূর্বের ব্যবহৃত কোন সিগারেটের প্যাকেট থেকে তুলে এনে লাগানো হয়। উক্ত কোম্পানির অসৎ লোকেরা অসৎ উদ্দেশ্যে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে
সিগারেট বাজারজাত করে আসছে। সরকারের আদেশ অমান্য করে উক্ত প্রতিষ্ঠানটি প্রতি নিয়ত সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পুরানো ট্যাক্স লেভেল লাগানো সিগারেট বাজারজাত করে আসছে।
এপ্রেক্ষিতে র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। বিষয়টি উর্ধ্বত্বন অফিসারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় বিধি মোতাবেক র্যাব-১১ নারায়গঞ্জ জেলা প্রশাসন এবং কাস্টমস্ একসাইজ ও ভ্যাট, নরসিংদী কর্তৃক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযান কালে রয়েল টোবাকো সিগারেটের গায়ে পুরানো ট্যাক্স লেভেল লাগিয়ে সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ মহারাজ হোসেন (৫২)কে দুই লাখ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
রাজস্ব কর্মকর্তা বিকাশ নন্দন বড়ুয়া বলেন,রয়্যাল টোবাকো লিমিটেড প্রতিষ্ঠানের মালিক মহারাজ হোসেন প্রায় ৮ লাখ টাকা সরকারের ভ্যাট-ট্যাক্স ফাকি দেয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার সুমিত রাজা বলেন, কোম্পানির মালিক কে জরিমানা ও সাজা দান করা হয়। প্রতিষ্ঠান থেকে প্রায় আট লাখ টাকার সিগারেটের শলাকা ও ভ্যাট-ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :