সিদ্ধিরগঞ্জে ১৪শ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ১৪শ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জ থেকে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে জেলার সিদ্ধিরগঞ্জ থানার সোনাচড়া সানারপাড় (বিশ্ব রোড) এলাকার মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোর নামক স্থানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—আব্দুর রহিম (৩০), আবুল হাসান দরানী (৩৩) ও মো. নুর নবী (৪৫)।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ইনচার্জ, সোনারগাঁ জোন) এনায়েত হোসেন। নেতৃত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর শরীফুল হাসান ও এসআই সজীব সাহা অভিজিৎ, সঙ্গীয় ফোর্সসহ। পুরো অভিযানটি তত্ত্বাবধান করেন জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা।
অভিযানে তাদের কাছ থেকে মোট ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।