ফতুল্লায় ছাত্রদল নেতার বাবার নেতৃত্বে দুই সাংবাদিকের উপর হামলা, হামলাকারী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ছাত্রদল নেতার বাবার নেতৃত্বে দুই সাংবাদিকের উপর হামলা, হামলাকারী আটক

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার নেতৃত্বে হামলার শিকার হয়েছেন জাগো নিউজের প্রতিনিধি ও ক্যামেরাপার্সনসহ তিন সাংবাদিক।

হামলাকারীরা তাদের উপর বেধড়ক মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) আটক করা হয়েছে। তিনি মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আতা-ই-রাব্বির বাবা।

জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ জানান, “গিরিধারা বউবাজার এলাকার এক নারী অভিযোগ করেন, শাহাদাত ও তার ছেলে রাব্বি তাদের জমি দখল করে রেখেছেন। এ বিষয়ে তিনি একাধিকবার ফতুল্লা থানায় জিডি করেন। বিষয়টি যাচাই করতে আমরা বুধবার বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যাই। ওই সময় শাহাদাত লোকজন নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।”

তিনি আরও বলেন, “আমার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজকে টেনে-হিঁচড়ে একটি রুমে নিয়ে লাঠি ও রড দিয়ে পেটানো হয়। তাদের রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। আমাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলে হামলাকারীরা।”

খবর পেয়ে অন্যান্য সাংবাদিক ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয় বলে জানা গেছে। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।