সিদ্ধিরগঞ্জে এমপিওভুক্ত স্কুল–কলেজে শিক্ষকদের কর্মবিরতি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১:৩২ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে এমপিওভুক্ত স্কুল–কলেজে শিক্ষকদের কর্মবিরতি

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে। সোমবার ( ১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতির পালন করছে।

মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষক মো. সাইদুর রহমান বলেন, সারা বাংলাদেশের শিক্ষকদের স্বার্থে সকল শিক্ষকরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করে আসছেন।

মিজমিজি পাইনাদের উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, সারা দেশের ন্যায় আমাদের স্কুলেও পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা।

রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।