মানবিক মানুষ হতে না পারলে ভালো রেজাল্ট কাজে আসবে না : ডিসি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন / ১০০০
মানবিক মানুষ হতে না পারলে ভালো রেজাল্ট কাজে আসবে না : ডিসি

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অভিভাবকরা ছুটছে সন্তান কিভাবে ভালো রেজাল্ট করবে, মেধাবী হবে। তাঁরা ভাবছে না কিভাবে ভালো মানুষ করতে হবে।
আপনার সন্তান যদি ভালো মানুষ হতে না পারে,
মানবিক মানুষ হতে না পারলে ভালো রেজাল্ট কাজে আসবে না।
বুধবার ( ২২ অক্টোবর ) বিকালে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমরা সবাই প্রযুক্তি নির্ভর হয়ে পরেছি। সন্তানদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষত হবে। আমাদের ভাবতে হবে পৃথিবীকে কি দিয়ে গেলাম, দেশকে কি দিয়ে গেলাম।

সময়কে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ঘরে বসে পাপজী খেললে হবে না, মোবাইল নির্ভর হলে চলবে না। মোবাইল রেখে খেলার মাঠে এসে খেলতে হবে। শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই।

সমাজে মাদক সবর্ত্র ছড়িয়ে পরেছে, সমাজের বাস্তব চিত্র দেখে আমরা আতঙ্কিত হয় পরছি। শিক্ষার্থীদের এসব থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের দেশ, সমাজ পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে।

বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি) নিলুফার ইয়াসমিন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার।