সোনারগাঁয়ে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহিনীর মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহিনীর মৃত্যু

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষাক্ত সাপের কামড়ে পপি (২৩) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় ঘুম থেকে উঠে খাট থেকে নামতেই বিষাক্ত সাপ ছোবল দেয় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউপির ভাগলপুর গ্রামের পারভেজের স্ত্রী পপি(২৩)কে। মুহুর্তের মধ্যে সাপের ছোবলে দাঁত আটকে ক্ষত স্থান থেকে রক্ত বেরুতে থাকে।

তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাপের ভেকসিন না থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।