সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন, ৮ শ্রমিক দগ্ধ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন / ১০০০
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন, ৮ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে (জাহাজভাঙা কারখানা) আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

 

দগ্ধ ব্যক্তিরা হলেন– দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ফারুক, দুলাল ও হানিফ আলী। তাদের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎শিল্প পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জাহাজ কাটার সময় আগুনের ফুলকি তেলের ট্যাংকে পড়লে আগুন ধরে যায়। এ সময় আট শ্রমিক আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, শিপ ব্রেকিং কারখানায় জাহাজ কাটার সময় ড্রিল মেশিনের আগুনের ফুলকি গিয়ে ইঞ্জিন কক্ষের পোড়া মোবিলে পড়ে। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে-ছিটিয়ে থাকা দাহ্য বস্তুর সঙ্গে মিশে আগুন ধরে যায়।

এসপি জানান, আগুনে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শহীদুর ও ফারুকের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের হাতে ও পায়ে আগুনের তাপ লেগে ১০ শতাংশ পুড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে সাগরিকায় গ্রিন শিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানায় ২০০ শ্রমিক কর্মরত ছিলেন। তার মধ্যে ১৬০ জন অস্থায়ী। দগ্ধ সবাই অস্থায়ী শ্রমিক। তাদের নিরাপত্তা সরঞ্জাম ছিল না বলে জানতে পেরেছি।

 

 

‎এই বিষয়ে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি।