বক্তাবলীতে ধর্ষকের সহযোগী সাগর মল্লিককে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন / ১০০০
বক্তাবলীতে ধর্ষকের সহযোগী সাগর মল্লিককে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে জাহিদ হোসেন সুমন কর্তৃক এক বৃদ্ধা কে ধর্ষণের ঘটনায় সুমন আটক হলেও তার সহযোগী সাগর মল্লিক কে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
এলাকায় বলতবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলে সংবাদ পাওয়া গেছে এমনকি ধর্ষণকারী সুমনকে ছাড়িয়ে আনতে মোটা অংকের টাকা নিয়ে ফতুল্লা মডেল থানায় তদবির চালায়।
তদ্বিরে কোন কাজ না হওয়ায় সাগর মল্লিক এলাকায় ফিরে আসে।
রবিবার(২১ সেপ্টেম্বর) সাগর মল্লিক সহ সুমনের বিচারের দাবিতে এলাকার বাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
এ ব্যাপারে বৃদ্ধা ফজিলাত (৬৬), বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।পুলিশ মুল আসামী সুমনকে আটক করলেও সাগর মল্লিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
স্বামী-মৃতঃ হজর আলী গাজী সাং-বাহের চর মোল্লার আট, থানা-হিজলা, জেলা-বরিশাল, এ/পি সাং-পূর্ব গোপালনগর, বক্তাবলীর স্ত্রী ফজিলত মামলায় উল্লেখ করেন,আমার নাতি জাহাঙ্গীর (৪৫), পিতা-আব্দুল আজিজ সর্দার, সাং-পূর্ব গোপালনগর, বক্তাবলী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ কে সহ থানায় হাজির হইয়া আসামী জিহাদ ওরফে সুমন (২২), পিতা-রবিউল, সাং-পূর্ব গোপালনগর, বক্তাবলী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমি বর্তমান ঠিকানায় আমার ছেলের বাড়ীতে থাকি। একই গ্রামে আমার মেয়ে নুরজাহান এর বিবাহ হয়। আমার মেয়ে নুরজাহান এর অসুস্থতার কথা শুনিয়া ইং-১৯/০৯/২০২৫ তারিখ রাত্র অনুমান-০২.৩০ ঘটিকার সময় আমার বর্তমান ঠিকানা আমার ছেলের বাড়ী হইতে পার্শ্ববর্তী আমার মেয়ে নুরজাহান এর বাড়ীতে যাওয়ার পথে ইং-১৯/০৯/২০২৫ তারিখ রাত্র অনুমান-০২.৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর সাকিনস্থ আবু বক্কর এর নির্মানাধীন বিল্ডিং এর নিকট পৌঁছাইলে উক্ত আসামী আমাকে গভীর রাত্রে একা পাইয়া অসৎ উদ্দেশ্যে আমাকে উক্ত নির্মানাধীন বিল্ডিংয়ে নিয়া আসামী তাহার কামলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে জোর পূর্বক আমার পরনের কাপড় চোপর খুলিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে আমি বয়ঃবৃদ্ধা হওয়ায় আসামীর নিকট কাকুতি মিনতি করিলেও আসামী আমার কথায় কর্ণপাত না করিয়া আমাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করতঃ আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। একপর্যায় আমি ডাক-চিৎকার করিলে উক্ত আসামী আমাকে ঘটনাস্থলে ফেলাইয়া রাখিয়া পালাইয়া যায়।
এলাকাবাসী ধর্ষক সুমনের সহযোগী সাগর মল্লিক কে গ্রেফতার করার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।