ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ছুটির দিনেও তীব্র যানজট


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন / ১০০০
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ছুটির দিনেও তীব্র যানজট

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জেট সোনারগাঁও অংশে সপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং যানবাহন চালকরা। এদিকে হাইওয়ে পুলিশ বলছে গাড়ি বিকল ও সড়কে খানাখন্দের ফলে এই যানজট।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১ পর হতে দুই মহাসড়কে যানজটের নাকালে পড়ে চলাচলরত মানুষজন। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। দুপুর আড়াইটায় যানচলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে ছোটবড় মিলিয়ে তিনটি গাড়ি বিকল হলে যানজট সৃষ্টি হয়। অপরদিকে ঢাকা- সিলেট মহাসড়কের তারাবোসহ কয়েকটি অংশে খানাখন্দের ফলে যানবাহন ধীর গতিতে চলাচল করায় এ ভোগান্তি পোহাতে হয়।

আদনান আহমেদ তুষার নামের এক যাত্রী বলেন, মেঘনা যাবার জন্যে কাঁচপুর থেকে গাড়িতে উঠে মদনপুর অংশে আটকা পড়েছে। যাত্রাপথে কয়েক মিনিট পরপর অল্প কিছুক্ষণ করে গাড়ি চলে আবার থেমে যাচ্ছে।

আসাদুল ইসলাম নামের এক চাকুরীজীবি জানান, সোনারগাঁওয়ে মোগরাপাড়া হতে কাজের উদ্দেশ্যে গাড়িতে উঠে টিপরদী এসে আটকা পড়ি। এখনো ১ কিলোমিটার পার হতে পারিনি। উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুনলাম গাড়ি বিকল হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান,ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের ফলে এই যানজট সৃষ্টি হয়। এটা প্রতিদিনই হচ্ছে। এর পাশাপাশি সড়কের খানাখন্দ এড়াতে যানবাহন চালকরা লেন মেনে যাতায়াত না করায় এমনটা হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শুক্রবার সকাল হতে তিনটি গাড়ি বিকল হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট লেগেছে। একটি ১৪ চাকার,১টি মিনি পিক-আপসহ তিনটি গাড়ি বিকল হয়। বিকল গাড়ি সড়ক হতে সরানোর কাজ চলছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে। দুপুর আড়াইটার দিকে সড়কে গাড়িও চলাচল করে যানচলাচল স্বাভাবিক হয়।