ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে এক যুবকের মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১:৪২ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে এক যুবকের মৃত্যু

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে বিকাশ(৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১২অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার রামারবাগ এলাকায়।
নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের পুত্র। সে স্ব পরিবারে রামারবাগ এলাকায় সোলেয়মান আর্মির বাসায় ভাড়ায় বসবাস করতো।

ঘটনার বিবরনীতে স্থানীয় প্রতক্ষ্যদর্শীর বর্ননা মতে, বেলা সাড়ে ১১ দিকে নিহত বিকাশের মামাতো বোন ও তার স্বামী ঝগড়া লাগে। যা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। একই বাড়ীতে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে ঝগড়ার বিষয়টি শুনতে পেয়ে নিহত বিকাশ বোনের রুমে ছুটে যায়। সেখানে গিয়ে সে ঝগড়া থামানোর চেস্টা করে। ঝগড়া থামাতে গিয়ে নিহত বিকাশ জানালার সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পরে অচেতন হয়ে যায়।
পরে থাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১ দিকে নিহত বিকাশ একই বাড়ীতে ভাড়ায় বসবাস করা তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে
জানালা সাথে ধাক্কা লেগে মাটিতে পরে যায়। তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মামাতো বোন শিল্পি (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ খানপুর হাসপাতালে রয়েছে। ঘটনাটি বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।