সিদ্ধিরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

রাজধানীর পল্লবীতে নারীকে অপহরণের পর ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি রুহুল মিয়া (৪৫) অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে। রবিবার ১২ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত রুহুল মিয়া সিলেট জেলার বালাগঞ্জ থানার নতুন সোনামপুর গ্রামের সমসর মিয়ার ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে ঢাকার পল্লবীতে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, ভিকটিম ঢাকার পল্লবী এলাকায় বসবাস করতেন। একই এলাকার বাসিন্দা রুহুল মিয়া দীর্ঘদিন ধরে ভিকটিমকে প্রেমের প্রস্তাবের নামে উত্ত্যক্ত করে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেয় আসামি। বিষয়টি ভিকটিমের পরিবার তাকে সতর্ক করলেও রুহুল মিয়া উল্টো আরও ভয়ভীতি ও হয়রানি বাড়িয়ে তোলে। গত ৩ মার্চ দুপুরে ভিকটিম বাসা থেকে বের হয়ে সেকশন-৬, বøক-ডি, রোড-২০ এলাকায় পৌঁছালে, রুহুল মিয়া তার সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে ভিকটিম বাদী হয়ে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি পলাতক ছিল। র‌্যাব-১১ জানায়, মামলা রুজুর পর তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রুহুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তদন্তে জানা গেছে, রুহুল মিয়ার বিরুদ্ধে সিলেটের বালাগঞ্জ থানায় ২০১৮ সালের একটি হত্যা মামলাও রয়েছে। ওই মামলার পরই সে এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে চলে আসে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল মিয়া অপরাধের বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি’র পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।