সোনারগাঁয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শেখ ধনের মেয়ে হাফছা (২০)।

এর আগে গত ১৪ অক্টোবর মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টে তল্লাশী চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।