
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ইটভাটা মালিকদের সঙ্গে বায়ুদূষণ রোধ ও পরিবেশবান্ধব ইট উৎপাদন নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে রোববার বিকেলে অধিদপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার ইটভাটা মালিকদের আইন মেনে কার্যক্রম পরিচালনা, আধুনিক প্রযুক্তিতে রূপান্তর এবং বায়ুদূষণ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচ এম রাসেদ। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইটভাটা মালিক; সাইফুল ইসলাম, মো. নুরুজ্জামান, আনোয়ার হোসেন, মো. রিপন মিয়া, হাজী মজিবুর রহমান, সোহরাব হোসেন, আব্দুল খালেক, মো. কবির হোসেন, মো. সুমন ও মো. শাহাদাত হোসেনসহ অনেকে।
সভায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” অনুযায়ী ইটভাটা পরিচালনার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার আহ্বান জানানো হয় এবং আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, যেসব ইটভাটা এখনও আধুনিক প্রযুক্তির ‘জিগজ্যাগ’ পদ্ধতিতে রূপান্তরিত হয়নি, সেগুলোকে দ্রুত রূপান্তরের উদ্যোগ নিতে হবে। এছাড়া, যেসব ইটভাটার অনুকূলে পরিবেশ ছাড়পত্র রয়েছে, সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক মাস পূর্বেই নবায়নের আবেদন করতে হবে।
সভায় আরও জানানো হয়, কোনো ইটভাটায় কাঠ বা কাঠজাতীয় পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে না। সব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স এবং মাটি সংগ্রহের অনুমোদন নিয়ে পরিচালনা করতে হবে। ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য বিষয় সম্পূর্ণভাবে আইন অনুযায়ী সম্পন্ন করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে উপপরিচালক এএইচ এম রাসেদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ইটভাটা মালিকদের অবশ্যই পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা বা কাঠ পোড়ানোসহ আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ড পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সভা শেষে পরিবেশবান্ধব ইট উৎপাদন ও দূষণমুক্ত নারায়ণগঞ্জ গঠনে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ইটভাটা মালিকরা।
আপনার মতামত লিখুন :