সিদ্ধিরগঞ্জে হত্যাসহ বহু মামলার আসামী রমজান গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে হত্যাসহ বহু মামলার আসামী রমজান গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পের চিহ্নিত মাদক ডিলার হিসেবে পরিচিত রমজানকে (৩৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বিহারী ক্যাম্পের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। রমজান ওই ক্যাম্পের গুফ ভান্ডারীর ছেলে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারামারি সহ একাধিক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, রমজান একটি মারামারি মামলার প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সে তার নিজ বাসায় আত্মগোপন করে আছে। বিকেলে তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় সে পালানোর চেষ্টা করে খাটের নিচে লুকিয়ে ছিল। পুলিশ তাকে খাটের নিচ থেকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনূর আলম বলেন, আদমজী বিহারী ক্যাম্প এলাকার চিহ্নিত মাদকের ডিলার হিসেবে পরিচিত রমজানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রমজানকে একটি মারামারি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন বিক্রেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি বলেন, “মূল হোতাদের ধরতে পুলিশ সবসময় চেষ্টা চালাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।