আড়াইহাজারে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কা এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহতের নাম দুলাল মিয়া (৬০)। বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর বাজার সংলগ্ন কলমাকান্দি ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া গোপালদী পৌরসভার উত্তর কলাগাছিয়া এলাকায় জনৈক মিজানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। দুর্ঘটনার সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে তিনি মারা যান।

দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল ফেলে পালিয়ে গেছেন। আড়াইহাজার থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কিছুদিন আগে খাগকান্দা ইউনিয়নের পাচানী গ্রামে বালুবাহী ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছিল। এই সড়কগুলোতে বালুবাহী গাড়ির দুর্ঘটনা প্রায়ই ঘটছে। আমাদের নিরাপত্তা এখনো ঝুঁকিপূর্ণ।

আড়াইহাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ট্রাকের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।