বন্দরে সন্ত্রাসী হামলায় পিতা পুত্র জখম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে সন্ত্রাসী হামলায় পিতা পুত্র জখম

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে কিশোর গ্যাং এর সন্ত্রাসী হামলায় রং মিস্ত্রী পিতা ও স্কুল ছাত্র পুত্র জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় আহত পিতা রাকেস চৌধুরী রাজু বাদী হয়ে গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে হামলাকারি কিশোর গ্যাং এর হোতা গৌরব চন্দ্র দাস ও রাহুলের নাম উল্লেখ্য করে আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টায় বন্দর থানার বাবুপাড়াস্থ বৃন্দাবন আখড়া সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত শুক্রবার (২৪ অক্টোবর)
হিন্দু ধর্মালম্বীদের কালি পূজার দশমী দিন ছিল। এ সুবাদে গত বৃহস্পতিবার রাতে পৌন ১২টায় বন্দর থানার বাবুপাড়া এলাকার রাকেস চৌধুরী রাজু মিয়ার ছেলে বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণী ছাত্র বিবেক চৌধুরী রাতুল (১৪) তার পিতার নিকট থেকে ৫০০ টাকা নিয়ে দোকান গেলে ওই সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বখাটে গৌরব চন্দ্র দাস ও রাহুলসহ অজ্ঞাত নামা ৭/৮ জন কিশোর উল্লেখিত ছাত্রের কাছে টাকা দেখতে পেয়ে বিবাদীগন স্কুল পড়ুয়া ছাত্রকে কিলঘুষি ও কমড়ের বেল্ট দিয়ে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে উক্ত টাকা ছিনিয়ে নিয়ে যায়। লোক মারফতে খবর পেয়ে স্কুল ছাত্রের পিতা রাকেস চৌধুরী রাজু ও তার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় উল্লেখিতরা বখাটেরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার ও চাকু দিয়ে প্রকাশ্যে হামলাকারিরা রাকেস চৌধুরী রাজুকে হত্যার উদ্দেশ্য পেটের বাম দিকে ও বাম হাতে আঘাত করে রত্তাক্ত কাটা জখম করে। পরে অজ্ঞাত বখাটেরা তার স্ত্রীকে শ্লীতাহানী করে ৬ আনা ওজনের গলার চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।