ফতুল্লায় নকল সস কারখানায় অভিযান, ১ লক্ষ জরিমানা, মালিকের জেল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৯:২০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় নকল সস কারখানায় অভিযান, ১ লক্ষ জরিমানা, মালিকের জেল

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নকল খাদ্য উৎপাদন কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও র‍্যাব। এসময় কারখানার মাকিককে এক লক্ষ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানে দেখা যায়, কারখানাটি জীবন বিপন্নকারী রং এবং কেমিক্যাল মিশিয়ে বিদেশি লেভেল লাগিয়ে বিদেশি সস তৈরি করছে। এসকল সস কালীবাজার ও দিগুবাজারে সরবরাহ করা হত যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

নারায়ণগঞ্জ জেলার সহকারী কমিশনার মোঃ তারিকুল ইসলাম জানান, অভিযানে নকল সস উৎপাদন ও বাজারজাতকরণ করায় কারখানার মালিক মো: ওয়াহিদকে (৪৩) নিরাপদ খাদ্য আইনে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।