
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য ইসরাফিলকে (২৫) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৯ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাটাবো পারটেক্স সুগার মিলের সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইসরাফিল উপজেলার হাটাবো গ্রামের মফিজুল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানা এসআই নাজিম উদ্দিন জানান, সরকারি মুড়াপাড়া কলেজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে রামদা, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ও রূপগঞ্জ থানায় ছাত্রদল নেতাকে হত্যার চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ইসরাফিলকে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :