আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহান গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহান গ্রেফতার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আড়াইহাজার উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. সোহান শিকারীকে(৩৩) গ্রেফতার করেছে। তাকে শনিবার রাতে উপজেলার শ্রীনিবাসদী এলাকায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মোবারক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ২৪ এর ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। ১ নভেম্বর শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং রোববার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বিসয়টি নিশ্চিৎ করেছেন।