সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০৫ পুড়িয়া হেরোইনসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- সিদ্ধিরগঞ্জের বিহারী কলোনি এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে মোঃ নাদিম (২২)। এী আগে গতকাল রাতে বিহারি কলোনির সুমিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।