নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন দিপু ভুঁইয়া


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন দিপু ভুঁইয়া

পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই মহিমান্বিত উপলক্ষকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মানুষসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং পূর্বাচল ক্লাবের নির্বাহী সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। এই দিনে সকলের জীবনে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে, বিশ্বময় বয়ে যাক শান্তির বার্তা।”

এ সময় তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সবাই একসাথে মিলেমিশে মানবিকতা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উজ্জীবিত হই—এটাই হোক আমাদের ঈদের শপথ।”