নয়াপল্টনে পুলিশের হামলায় আহত ফতুল্লার বিএনপি নেতার মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন / ১০০০
নয়াপল্টনে পুলিশের হামলায় আহত ফতুল্লার বিএনপি নেতার মৃত্যু

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির নেতা ইব্রাহিম চিকিৎসাধী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের হামলায় আহত হশে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিএনপি নেতা ইব্রাহিমের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৩ সালের ২৮শে অক্টোবর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। এসময় সমাবেশ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর হামলা চালিয়ে সমাবেশটি ভেঙে দেয়। এসময় পুলিশের সাথে সংঘর্ষে বিএনপি নেতা ইব্রাহিম আহত হন।

ফতুল্লা থানা বিএনপির নেতা রুহুল আমিন শিকদার জানান, গুরুতর আহত হয়ে দীর্ঘদিন যাবৎ ইব্রাহিৃ চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল রাতে তিনি মারা গেছেন।