রূপগঞ্জে আহত ছাত্রদল নেতাকে দেখতে যান রিজভী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২:৩৯ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে আহত ছাত্রদল নেতাকে দেখতে যান রিজভী

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্দোলনে আহত ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ দোলন ভূঁইয়ার খোঁজ নিতে তার বাড়িতে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রদান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাব বাজার এলাকায় দোলনের বাড়িতে যান রিজভী।

এসময় আহত ছাত্রদল নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহযোগিতা দলীয় পক্ষ থেকে প্রদানের আশ্বাস দেন রিজভী। পাশাপাশি তিনি দোলন ভূঁইয়া ও তার পরিবারকে সান্ত্বনা প্রদান করেন।

এসময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কেন্দ্রীয় উপদেষ্টা সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।