সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোই হবে আমার প্রথম অগ্রাধিকার : মনির কাসেমী


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন / ১০০০
সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোই হবে আমার প্রথম অগ্রাধিকার : মনির কাসেমী

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, ফতুল্লার উন্নয়নের জন্য বরাদ্দকৃত দেড়শ কোটি টাকা সঠিকভাবে ব্যয় হলেই এখানকার চেহারা বদলে যাবে। নতুন কোনো বরাদ্দের প্রয়োজন নেই, শুধু স্বচ্ছতা ও দায়িত্বশীলতা দরকার।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফতুল্লার এমপি হলে করণীয় বিষয়ে এক প্রশ্নের জবাবে কাসেমী বলেন, “উন্নয়নের নামে অর্থ লুটপাট বন্ধ করতে পারলেই জনগণ তার প্রাপ্য সুবিধা পাবে। সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোই হবে আমার প্রথম অগ্রাধিকার।
সম্প্রতি ডিবি কর্মকর্তা হারুন অর রশিদের হাসপাতালে গিয়ে তাকে ফুল দেওয়ার ঘটনায় তিনি বলেন, আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, প্রচণ্ড কাশির কারণে মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সে সময় ডিবি হারুন ফুল নিয়ে এসে ছবি তোলে—তার ভিন্ন উদ্দেশ্য ছিল। পরে এটি প্রচার করা হয় যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি না—এটি সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। যদি নির্বাচিত হই, তখনও একইভাবে জনগণের পাশে থাকব।”
মনির কাসেমী আরও বলেন, আমি যেকোনো জোট থেকেই নির্বাচন করব, তবে শুধুমাত্র জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে করব না।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।