নারায়ণগঞ্জে জুলাই সনদসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামির মানববন্ধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জে জুলাই সনদসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামির মানববন্ধন

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে “জুলাই সনদ বাস্তবায়ন, উভয় কক্ষে পিআর পদ্ধতি প্রবর্তন, আওয়ামী লীগসহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ” পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াতে ইসলামী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগরী আমির ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমাদের ৫ দফা শুধু জামায়াতের নয়, দেশের সকল মানুষের দাবি। এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া দেশে কোনো অর্থবহ নির্বাচন হতে পারে না। জনগণ পরিবর্তন চায়, ন্যায়ের রাজনীতি চায়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মিনহাজুল হক সরকার, মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, জেলা কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস মোল্লা, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ. এম. নাসির উদ্দিন ও জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
মানববন্ধনে জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শত শত জামায়াত কর্মী অংশগ্রহণ করেন।
চাষাড়া থেকে মণ্ডলপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ সারিতে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।