গণভোটসহ ৫ দফা দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন / ১০০০
গণভোটসহ ৫ দফা দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নভেম্বরে গণভোট আয়োজন ও গণ-আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে জেলা শহরের শিববাড়ী মোড়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী প্রার্থী  মো. হোসেন আলী।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ পরিবর্তনের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আমরা গণতন্ত্র, ন্যায় ও ন্যায্যতার নতুন যাত্রায় অঙ্গীকারবদ্ধ। নভেম্বরে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট আদায়ই হবে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের সূচনা বিন্দু।

তিনি আরও বলেন, এই আন্দোলন কোনো দলের নয়, এটি জনগণের আন্দোলন, ন্যায়বিচার, সমতা ও প্রকৃত প্রতিনিধিত্বের লড়াই।

এসময় আরও বক্তব্য রাখেন— গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী খাইরুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, মোহাম্মদ আজহার ইসলাম ইসলাম মোল্লা, গাজীপুর সদর থানা মেট্রো জামায়াতের আমির অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান, মহানগর শিবিরের সভাপতি রেজাউল ইসলাম, ব্যবসায়ী নেতা ও চিকিৎসক নেতা মো. আমজাদ হোসেন।

পরে একটি বিক্ষোভ মিছিল মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলী সড়কের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।