তারেক রহমানের বার্তা আমরা যেন ঐক্যবদ্ধ থাকি : সাখাওয়াত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন / ১০০০
তারেক রহমানের বার্তা আমরা যেন ঐক্যবদ্ধ থাকি : সাখাওয়াত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বার্তা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। তারেক রহমানের বার্তা হল আমরা যারা বিএনপি করি যুবদল করি ছাত্রদলসহ বিএনপির অন্যান্য সংগঠন ও বিএনপি’র সমর্থকদের প্রতিবার্তা আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ধানের শীষের পক্ষে থাকি বেগম খালেদা জিয়ার পক্ষে থাকি তারেক রহমানের পক্ষে থাকি। আজকে এই নির্বাচন নিয়ে দেশে-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র ঐ সময় সফল হবে যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আগামী নির্বাচনে বিজয় হতে পারব ইনশাল্লাহ।
‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ১৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। ‎মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মদনগঞ্জ বটতলা মাঠে এই কর্মীসভার আয়োজন করা হয়।
‎তিনি বলেন, বন্দর হলো নারায়ণগঞ্জের অন্যতম একটি প্রাণকেন্দ্র। এই বন্দরের মদনগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। গত ১৬ বছর এই শান্তি প্রিয় মানুষদেরকে ওই আওয়ামী ফ্যাসিসরা বিভিন্নভাবে নির্যাতিত করেছিল। সেলিম ওসমান ও শামীম ওসমানের দোসরাই এ এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে অন্যায় আচারন ও জুলুম করেছিল। আপনারা দেখেছেন বিগত ১৬ টি বছর কিন্তু আপনারা ভোট দিতে পারেন নাই। আমরা বলতে চাই আমরা যেন তাদের মত না হই। আমরা এই বন্দরে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কোন সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দিতে চাই না। আমরা সবাই মিলেমিশে বন্দর ওনারায়ণগঞ্জকে একটি সুন্দর আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে চাই। এ নারায়ণগঞ্জের উন্নয়ন আগামীতে বিএনপির দ্বারা আরো প্রসারিত হবে ইনশাল্লাহ।
‎মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উল্লাহ।
‎আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ১৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র মাসুদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন পলু, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।