সত্য ও ন্যায়ের পথে ঐক্যের আহবান মাওলানা জব্বারের


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ১০:২৪ অপরাহ্ন / ১০০০
সত্য ও ন্যায়ের পথে ঐক্যের আহবান মাওলানা জব্বারের

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার ফতুল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দাপা মসজিদ এলাকায় গণসংযোগ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে শত শত নেতা-কর্মীর সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন। এসময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার স্থানীয় সর্বস্তরের মানুষের সঙ্গে সালাম বিনিময় করেন এবং এলাকার নাগরিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি বলেন, “জনগণের ভালোবাসা থাকা সত্তে¡ও অতীতে জামায়াতকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছিল। যারা এই চেষ্টা করেছিল, আজ তারা জনগণ থেকে দূরে চলে গেছেন। আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ তাদের সাহায্য করেন। যারা শয়তান ও তাগুতের পথে চলে, শয়তান তাদের সাহায্য করে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শয়তানের পরিকল্পনা অত্যন্ত দুর্বল।”

তিনি আরও বলেন, “অনেকেই ক্ষমতায় ৪১ বছর থাকার ঘোষণা দিয়েছিল। কিন্তু শয়তানের পরিকল্পনা পরাজিত হয়ে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। মজলুমের বিজয় হয়েছে। আমাদের উচিত আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সত্য ও ন্যায়ের পথে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের বিজয়ের সংগ্রাম অব্যাহত রাখা। ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় দান করবেন।”

গণসংযোগকালে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সক্রিয় অংশগ্রহণ করে আবদুল জব্বারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং নির্বাচনী সমর্থন জানান।