আওয়ামী লীগ আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে : সালাউদ্দিন আহমেদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন / ১০০০
আওয়ামী লীগ আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে : সালাউদ্দিন আহমেদ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা ইসলামের নামে বিভ্রান্তি তৈরি করতে চায় তাদের থেকে দূরে থাকতে হবে। যারা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ইসলামকে বিশ্বাস করি। কিন্তু আমরা মওদুদির ইসলামে বিশ্বাস করি না।

শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজমতে সাহাবা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি ছিলো ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। তারা আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে, আমরা তার সাক্ষী। আমরা যেন এমন রাজনীতি করি, যার মাধ্যমে আওয়ামী অপরাজনীতি বিলুপ্ত হয়।

জমিয়তে উলামা পরিষদের নেতা মুফতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন পাকিস্তানের প্রখ্যাত সাঈদ বিন আহমদ, হেফাজতের নায়েবে আমীর জুনায়েদ আল হাবিব, সিনিয়র নায়েবে আমীর খলিল আহমেদ কোরায়েশী, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান, আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার প্রমুখ।