নারায়ণগঞ্জের চারটি আসনে গণসংহতির প্রার্থী ঘোষণা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জের চারটি আসনে গণসংহতির প্রার্থী ঘোষণা

নারায়ণগঞ্জ-২ আসন বাদে জেলার বাকি চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

এদিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৯৩টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে তরিকুল ইসলাম সুজন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জাহিদ সুজন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে অঞ্জন দাস এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নাজমা বেগমের নাম ঘোষণা করা হয়েছে।