সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মিলনায়তনে সোনারগাঁয়ে টেকসই পর্যটকবান্ধব পরিবেশ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সোনারগাঁ টুরিস্ট পুলিশ, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। প্রধান আলোচক ছিলেন, টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিউম্যানিস্ট সোসাইটির সভিপতি ডক্টর মোহাম্মদ সেলিম রেজা। বাংলাদেশ লোক ও করুশিল্প ফাউন্ডেনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার উদ্বোধক হিসাবে ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন।

বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে অনুষ্ঠানে মাদক, কিশোর গ্যাং, ধূমপান, পরিচ্ছন্নতা, অধিকার, নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে সমাপনী বক্তব্যে পর্যটনকে প্রাধান্য দিয়ে আল কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ নিজে বলেছেন সফর করতে। তাই জ্ঞান অর্জনে সফরের গুরুত্ব রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পর্যটন খাতে নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দিতে হবে। সভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে রোপণের জন্য টুরিস্ট পুলিশের পুলিশ সুপারের নিকট ২ শতাধিক গাছ তুলে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা। এসময় সঙ্গে ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোক্তার হোসেন।