
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
জালকুড়ি তরুন সমাজের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফেরাত কামনায় ২দিন ব্যাপি ৪র্থ বার্ষিক নাতে রাসুল (সাঃ), ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া মাজার রোড সংলগ্নে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জালকুড়ি পশ্চিম-উওর খিরত আলী জামে মসজিদের আহŸায়ক সদস্য জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত জালকুড়ির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৯নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর ই¯্রাফিল প্রধান।
এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হাজী চাঁদগাজী শাহী জামে মসজিদের খতিব আলহাজ¦ ক্বারি মাওলানা মোহাম্মদ তারেক আবেদীন ক্বাদেরী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, সাদেক আলী ফকির জামে মসজিদের খতিব আলহাজ¦ হযরত মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরী, জালকুড়ি পশ্চিম-উওর খিরত আলী জামে মসজিদের খতিব মাওঃ মোফাজ্জল হোসেন সোবহানী।
আপনার মতামত লিখুন :