
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়েছেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে শহীদ মিনারে মিছিল নিয়ে আসেন দুটি কলেজের শিক্ষার্থীরা।
জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা। সেখানে গতকাল থেকে অবস্থান করছিলেন শিক্ষকরা। পরে শিক্ষার্থীরা আধা ঘণ্টার মতো অবস্থান করেন এবং শিক্ষকদের জন্য ছেড়ে দেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়ায় বেশিরভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। খসড়ায় শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি। অতিদ্রুত এই খসড়া সংশোধন করতে অথবা বাতিল করতে হবে।
তারা বলেন, এই খসড়া নিয়ে আপত্তি রয়েছে ৯৫ শতাংশ শিক্ষার্থীর। খসড়া চূড়ান্ত হলে এটি মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া সংশোধন করতে হবে। খসড়ার স্কুলিং মডেলের মাধ্যমে সাত কলেজকে বিলুপ্ত চেষ্টা চালাচ্ছো। এতে হুমকিতে পড়তে ঢাকা কলেজের অনার্স-মাস্টার্স। অস্তিত্ব সংকটে পড়বে ইন্টারমিডিয়েট।
তারা বলেন, স্কুলিং মডেল সাত কলেজের অনুপযোগী-অযৌক্তিক। মডেল প্রণয়নে বেশিরভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। স্কুলিং মডেল কোনোভাবেই ঢাকা কলেজে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
কর্মসূচিতে ঢাকা কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :