
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন এবং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার ৭ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হুদা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা এর নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।
সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহামুদ উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেওভোগ, ফতুল্লা এলাকায় অবস্থিত এস এম ডেভেলপার নামক প্রতিষ্ঠানটিকে উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী ফেলে রাখার মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
আপনার মতামত লিখুন :