নগরীকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে দোকানদের উদ্বুদ্ব করলো খোরশেদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন / ১০০০
নগরীকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে দোকানদের উদ্বুদ্ব করলো খোরশেদ

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নগরীর জলাবদ্ধতা নিরসন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে রাস্তা ও ড্রেনে পলিব্যাগ না ফেলতে নগরবাসী ও দোকানদারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। সেই লক্ষ্যে সামাজিক সংগঠন ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ এর উদ্যোগে সোমাবার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর চাষাঢ়া থেকে কালীরবাজার ফ্রেন্ডস্ মার্কেট পর্যন্ত ফুটপাতের হকার এবং বিভিন্ন মার্কেটের দোকানদের মাঝে গার্বেজ ব্যাগ বিতরণ করা হয়েছে।
এ সময় মাকুসুদুল আলম খন্দকার খোরশেদ প্রতিটি দোকান মালিকের সাথে কথা বলেন। তাদের এবং নগরবাসীর উদ্দেশ্যে বলেন, এই শহর আপনার আমার শহর, এই শহরেই যেহেতু আমাদের সকলের রুটি রুজির ব্যবস্থা হয়েছে তাই এই শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। আপনারা আপনাদের বিক্রি পন্যের সাথে থাকা পলিথিন ব্যাগ রাস্তা যেখানে সেখানে ফেলে দিবেন না। এতে করে রাতের বেলায় আপনাদের ফেলে দেওয়া পলিথিন গুলো ড্রেনের মুখে গিয়ে প্রবেশ করে ফলে দেখা যায় নগরীতে ৫ মিনিটের বৃষ্টিতে দুই দিনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা পরিত্যক্ত পলিথিন গুলো স্বযতেœ একটি ব্যাগে রাখবেন। রাতে এক জায়গায় রেখে দিবেন সিটি কর্পোরেশনের লোকরা এসে নিয়ে যাবে। এতে করে পলিথিন গুলোও যেমন ড্রেনের মুখে প্রবেশ করবে না তেমনি সিটি কর্পোরেশনের কর্মীদের পলিথিন গুলো সংগ্রহ করতে খুব বেশি কষ্ট করতে হবেনা।
এছাড়াও আপনারা আরো একটি ব্যবস্থা নিতে পারেনা। আপনারা মার্কেটের সবাই মিলে পলিথিন গুলো জমিয়ে রেখে মাস শেষে বিক্রি করে দিতে পারেন। এতে করে পলিথিন বিক্রি টাকা আপনারা মার্কেটের দারোয়ান, পরিচ্ছন্ন কর্মী অথবা কোন গরীব মানুষের মাঝে দান করতে পারেন। এতে করে যেমন আপনার নগরী পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখলেন অন্যদিকে দানের একটি সোয়াব আপনার খাতায় জমা হবে।
নগরবাসীকে উদ্বুদ্ধ করার পাশাপাশি টিম খোরশেদের পক্ষ থেকে সকল দোকানদারদের একটি করে গার্বেজ ব্যাগ বিতরণ করা হয়। টিম খোরশেদ থেকে দেওয়া ওই গার্বেজ ব্যাগে পরিত্যক্ত পলিথিন গুলো জমিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শওকত খন্দকার, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, মো. মুসা, ওসমান গনি, রানা মুন্সী, মো. মিঠু, কাওসার জুলহাস, জামাল হোসেন, নুরুল্লাহ খন্দকার, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব হোসেন, মহিউদ্দিন সহ অর্ধশতাধিক নেতাকর্মী।