আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ডালিম গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৯:১৫ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ডালিম গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের মদনপুর থেকে ডালিমকে গ্রেপ্তার করা হয়েছে। ডালিম কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী নিশ্চিত করে জানান, আড়াইহাজার থানায় দায়েরকৃত সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ডালিম এজাহারভুক্ত আসামি।
ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন সাইফুল ইসলাম স্বপন। ডালিমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা দুইবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। সাইফুল ইসলাম স্বপন বর্তমানে কারাগারে রয়েছে । একই সাথে ফাইজুল হক ডালিমকে এর আগে গত ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা গ্রেফতার করে ডিবি পুলিশেল সদস্যরা । ওই সময় ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেছিলেন, “রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ।”

এদিকে ডালিমের পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ফতুল্লার সস্তাপুরের বাসা থেকে ডালিমকে আটক করে সারারাত বিভিন্ন এলাকায় ঘুরানো হয়। এ ছাড়াও বিগত সময়ের মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর দারোগা ফরিদ পরিচয়ে ফোন করে বারবার তার সাথে দেখা করতে বলেন । নাইলে গ্রেফতার করা হবে বলেও জানায় । ওই দারোগা ফরিদের সাথে দেখা না করায় ১৬ সেপ্টেস্বর রাতে গ্রেফতার করে আড়াইহাজার তানার একটি মারামারির মামলায় আদারতে পাঠায় ডিবি পুলিশ।