১ মাসের সাজা এড়াতে ১১ বছর পলাতক, অতঃপর আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন / ১০০০
১ মাসের সাজা এড়াতে ১১ বছর পলাতক, অতঃপর আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
১ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহ কামালকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা পুলিশ। তাকে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই নিজাম। শাহ কামাল উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শরিষাবন এলাকার হযরত খানের ছেলে।

স্থানীয়রা জানান, শাহ কামাল নিজেকে কখনো সাংবাদিক, কখনো সরকারি উপদেষ্টা, আবার কখনো এমপি প্রার্থী পরিচয় দিয়ে ব্যাপক চাঁদাবাজি করতেন। চাঁদাবাজির পাশাপাশি তার বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহ কামাল খানকে নারায়ণগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শাহ কামাল নিজেকে কখনো সাংবাদিক, কখনো সরকারি উপদেষ্টা, কখনো বা এমপি প্রার্থী পরিচয় দিতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।