নাসিক ২১নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন / ১০০০
নাসিক ২১নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা দক্ষিণ শাখার উদ্যাগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, আমাদের উপরে আল্লাহতালা যে আমানত রাখেছে। তার মধ্যে ভোটও একটি পবিত্র আমানত।
যে আমানত রক্ষা করতে পারবে তার কাছে আপনার আমানত গচ্ছিত রাখবেন। যে আমানত রক্ষা করতে পারবে আপনারা তাকে ভোট দিবেন। মনে রাখবেন যারা আমানত ক্ষিয়ানত করে তাদের কাছে কখনো আমানত গচ্ছিত রাখবেন না। আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈন উদ্দিন আহমদ এর জন্য দোয়া করবেন। আসন্ন নির্বাচনে ইসলামী আইন বাস্তবায়নের জন্য দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
নারায়ণগঞ্জ মহানগরের সুরা সদস্য ও বন্দর থানার আমির মাওলানা শেখ ফজলুল হাই জাফরী সভাপতিত্বে ও একই কমিটির সেক্রেটারি কাজী রেদওয়ান হক মামুনের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন সহকারী সেক্রটারী মাওলানা গোলাম আহাদ, সোনাকান্দা কেল্লা জামে মসজিদের মোতয়ালী মোঃ সানোয়ার হোসেন, সোনাকান্দা কেল্লা জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি আসলাম মিয়া, সোনাকান্দা কেল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ হোসেন, বন্দর থানার দক্ষিন শাখার ২১ নং ওয়ার্ড জামায়েত ইসলামী সভাপতি কিবরিয়া, সোনাকান্দা ঋৃষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি সুনিল বাবু ও সোনাকান্দা নোয়াদ্দা জামে মসজিদের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।